মেহেরপুর বিদ্যুৎ সরবরাহ,ওজোপাডিকো, মেহেরপুরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদার সাথে পালন উপলক্ষ্যে ২১ শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে শহিদ সামসুজ্জোহা পার্কে অবস্থিত শহিদ-মিনারে পুস্পমাল্য অর্পণ করেন অত্র দপ্তরের সকল কর্মকর্তাবৃন্দ। দপ্তর ভবনে সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু করা হয়।
অদ্য ২১/০২/২০২১ তারিখ রবিবার বেলা ১১:০০ টায় ওজোপাডিকো’র সম্মেলন কক্ষে অনলাইনে স্বাস্থ্যবিধি অনুসরন করে ভাষা আন্দোলনের উপর শহিদদের স্মৃতির উদ্দেশ্যে এবং বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন বিষয়ক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি (অনলাইন) সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী, এনার্জি, সিস্টেম কন্টে্রুাল এন্ড সার্ভিসেস। উক্ত ভার্চুয়ালি (অনলাইনে) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী জনাব মোঃ শফিক উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, ওজোপাডিকো এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (অর্থ) জনাব রতন কুমার দেবনাথ এফসিএমএ ও নির্বাহী পরিচালক (প্রকৌশল) জনাব মোঃ আবু হাসান। ওজোপাডিকো’র সকল দপ্তর প্রধানসহ কর্মকর্তাগণ ভার্চুয়ালি (অনলাইন) সভায় অংশগ্রহণ করেন। সভায় সঞ্চালনের দায়িত্ব পালন করেন ব্যবস্থাপক (প্রশাসন) জনাব মোহাম্মদ নাজমুল হুদা। প্রধান অতিথি শুরুতে ১৯৫২ সালের এই দিনে যারা নিজের জীবন উৎসর্গ করে আমাদেরকে দিয়েছেন মাতৃভাষা বাংলায় কথা বলা এবং মাকে মা বলে ডাকার স্বাধীনতা। সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা ভাষা শহিদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। এবং মহান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্বারণ করেন। তিনি বলেন অর্জিত এ মাতৃভাষা কেবল আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না কঠোর পরিশ্রমের মাধ্যমে ওজোপাডিকো’র বিদ্যুৎ ব্যবস্থাকে আরও ডিজিটালাইজড করে দেশকে সোনার বাংলায় রূপান্তর করতে হবে। তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, বর্তমান সরকার তথা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশে এখন বিদ্যুতের কোন লোড শেডিং নেই তাই মুজিব শতবর্ষে শতভাগ বিদ্যুতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়াসহ আরও আধুনিক সেবা প্রদান লক্ষ্য নিয়ে আমাদের সকলকে একজোগে কাজ করতে হবে। নিরবচ্ছিন্ন এবং গুনগত মানের বিদ্যুৎ পৌছে দেয়ার লক্ষ্যে এবারের বিজয় মাসে আমাদের ¯েøাগান হোক ‘অবিরাম বিদ্যুৎ’। বাদ জোহর শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে ওজোপাডিকো’র সকল মসজিদে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস